অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ মাঠে ১১ ইং বুধবার সকাল ১০টায় ফিরোজা মজিদ ট্রাষ্টের ৮ দলীয় ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন সংঘের উপদেষ্টা মোকলেছুর রহমান, আলহাজ্ব আনছার আলী, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম, ৩নং সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য নুর মোহাম্মদ ও সাবেক সভাপতি আবুল হোসেন বকুল। খেলার সমাপনীতে সভাপতিত্ব করেন ফিরোজা মজিদ ট্রাষ্টের চেয়ারম্যান ইকবাল মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সখিপুর উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এসময় দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আর.কে.বাপ্পা, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কে,এম রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এসময় খেলাধুলার প্রতি যুবকদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, খেলাধুলা মন ও শরীরকে ভাল রাখে। আজ ক্রিকেটের জন্য আমরা ও আমাদের দেশ বিশ্বের কাছে সুপরিচিত। তিনি এধরনের আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। ফাইনালে একদিকে অংশগ্রহন করে গাজিরহাট ক্রিকেট একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে গরুরহাট ক্রিকেট একাদশ। খেলায় গাজীরহাট চ্যাম্পিয়ন হয়।