মো. রবিউল ইসলাম, পাটকেলঘাটা : খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে পাটকেলঘাটা হারুনুর রশিদ ডিগ্রী কলেজের বাংলা সহকারী প্রভাষক নিহত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ভৈরব নগর মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে নিহত, সহকারি প্রভাষক ফকির আহমেদ শাহ পাটকেলঘাটার বাইগুনি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, আহত ব্যক্তিকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান। সড়ক আইনে নিষিদ্ধ থাকলেও চুকনগর থেকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে থ্রি হুইলার মাহিন্দ্রা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক। আর নিষিদ্ধ এসব বাহন থেকে আদায় করা হয় নিয়মিত চাঁদা। প্রশিক্ষণ ছাড়াই ১৫ বছর বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ অবৈধ এই যানবাহন নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এসব অবৈধ যানবাহনে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে ঝরছে স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীর সহ তরতাজা প্রাণ।
বছরে কয়েকশ তরতাজা প্রাণ এভাবে খুলনা সাতক্ষীরা মহাসড়কে নিমিষেই নিভে যাচ্ছে আবার কেউ পঙ্গুত্ববরণ করে সংসারের হাল ছেড়ে দিয়ে এভাবেই বোঝা হয়ে থাকছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। পথচারী রেজাউল করিম জানান,পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর ভোর হতে রাত পর্যন্ত সীমাহীন যানজটের শেষ নেই জনসাধারণের পায়ে হেঁটে চলার ফুটপাতের রাস্তাটি দখল করে নিয়েছে ব্যাটারি চালিত ইজিবাইক ও থ্রি হুইলার মাহিন্দ্রা। ফলে কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না ব্যাটারিচালিত এসব যানবাহনের। সেইসঙ্গে মালিকরাও কোনোরকম বাছবিচার না করে কিশোরদের হাতেই তুলে দিচ্ছেন থ্রি হুইলার মাহিন্দ্রা ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা। ফলে বাড়ছে দুর্ঘটনা, প্রাণহানি।