নিজস্ব প্রতিনিধি : ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা সফল করতে সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বারবার নর্বাচিত পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় ওয়ার্ড আওয়ামী লীগের একটি মিছিল ইটাগাছা মোড় থেকে শুরু করে শহরের তুফান কোম্পানী মোড়, লন্ডনপ্লাজা মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিএন স্কুল এন্ড কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের মিছিলে সমবেত হয়। পরে পৌর আওয়ামী লীগের মিছিলে যুক্ত হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ¯েøাগান দিতে দিতে শহিদ আব্দুর রাজ্জাকাপার্কে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় চত্ত¡রে গিয়ে মিছিল শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি রুহুল কুদ্দুস, সহ সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, আনারুল ইসলাম এতিম, ফজলু ঢালী প্রমুখ।