তালা প্রতিনিধি : তালায় আধুনিক পদ্ধতিতে বোরো ধান চাষ বিষয়ে দুইদিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উন্নয়ন প্রচেষ্টার টেরাকোটা সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাহমিদ হোসেন আনসারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা সাতক্ষীরার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, তালা উপজেলা কৃষি হাজিরা খাতুন, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এসএম মজিবুর রহমান প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে ২৫জন কৃষকদের বোরো মৌসুমের ধান চাষের বীজ, বীজতলা, রোপন, সার ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এর আগে বুধবার (১১ জানুয়ারি) উক্ত স্থানে উপস্থিত কৃষকদের কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যববহার ও বীজ সংরক্ষণ বিষয়ে ধারণা প্রদান করা হয়।