বৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরায় দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ১২, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা সাহিত্য মেলা ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কর্মশালা, প্রবন্ধ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে সংস্কৃতিক মন্ত্রণালয়ের অর্থায়ণে ও বাংলা একাডেমির সহযোগিতায় এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের বাস্তবায়নে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা সাহিত্য মেলা ২০২২ এর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাহিত্য মেলা মানে একটি উৎসব ও সাহিত্যিকদের মিলন মেলা। এই উৎসবটিকে সর্বস্তরের মানুষের সামনে তুলে ধরতে হবে এবং ছড়িয়ে দিতে হবে। আমাদের বাঙালীদের দুটি গৌরবের ইতিহাস আছে। একটি হচ্ছে ভাষা আন্দোলন আর একটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। ভাষার দাবীতে রক্ত দেওয়া বিশ্বে কোন দেশ নেই এবং দেশের স্বাধীনতার জন্য এত মানুষের রক্ত দেওয়া বিশ্বে কোন জাতি নেই। কবি-সাহিত্যিকদের লেখনীর মাধ্যমে দেশের এই সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।”

জেলা সাহিত্য মেলার আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জোহরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, বাংলা একাডেমির ইমরুল উপপরিচালক ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, নাট্যকার ও চলচ্চিত্রকার খায়রুল বাসার, কবি ও সাহিত্যিক মোশতাক আহমেদ শুভ্র, সাহিত্যিক গাজী শাহ্জাহান সিরাজ, সাতক্ষীরা জেলা উদীচীর সভাপতি কবি শেখ সিদ্দিকুর রহমান, পল্টু বাসার, আবু আফফান রোজবাবু, মঞ্জুরুল হক, গীতিকার মোকাম আলি খান, নদীর ঘাটে সূর্যোদয় সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি তামিম বিল্লাহ সহ সাতক্ষীরা জেলার স্বনামধন্য কবি ও সাহিত্যিকরা।

আলোচনা সভা পূর্বে জেলা সাহিত্য মেলা উপলক্ষে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

আশাশুনির বড়দলে ওয়াপদা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

কালিগঞ্জে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

লাবসার শিবনগরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ সহ আহত- ২

শ্যামনগরে জরায়ুমুখে ক্যান্সার রোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু ২৪ শে অক্টোবর

চন্দনপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি শফিউল আলম শফির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার ফুটবল টুর্নামেন্ট

কলারোয়া থানার গোল ঘর সৌন্দর্য বর্ধন এর শুভ উদ্বোধন

বেনাপোলে শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ: এমপি আশু

বসন্ত কে বরণ করে গাছে গাছে ভরে উঠেছে আমের মুকুল