ফজলুল হক, কালিগঞ্জ : কালিগঞ্জের বিষ্ণুপুর পিকে এম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) আলহাজ্ব মোহাম্মদ আক্কাজ আলী (৬৯) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এলাকায় তিনি সদালাপি হিসেবে পরিচিত ছিলেন। জনপ্রিয় শিক্ষক আলহাজ্ব আক্কাজ আলী বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর সর্বশেষ উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে ২বার সদস্য নির্বাচিত হন। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে আওয়ামী লীগ ও বিএনপি’র বিভিন্ন স্তরের নেতা-কর্মী, প্রাক্তন শিক্ষার্থী, সূধী, আত্মীয় স্বজন তার গ্রামের বাড়িতে ছুটে যান। শুক্রবার জুমআর নামাজের পর উত্তর শ্রীপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, মরহুম আলহাজ্জ্ব আক্কাস আলী কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুর রহমানের পিতা। রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলমসহ সকল শিক্ষক কর্মচারি মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।