বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : স্বেচ্ছায় করবো রক্তদান, হাসবে রোগী বাঁচবে জীবন, এই ¯েøাগানকে সামনে রেখে শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলা ব্লাড ব্যাংকের আয়োজনে সংগঠনের তৃতীয় বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছ।
কালিগঞ্জ বঙ্গবন্ধু মুরালের সন্নিকটে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও কালিগঞ্জ ব্লাড ব্যাংকের সদস্য মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, উজ্জীবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, কুশুলিয়া ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু মুসা, সংরক্ষিত মহিলা সদস্য আকলিমা খাতুন লাকি।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোঃ ফিরোজ হোসেন, বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক শেখ ফায়সাল আহমেদ মাহফুজ, উপদেষ্টা নুরুন্নবী শাহীন, কার্যকারী সদস্য মিজানুর রহমান, মৌতলা ইউপি সদস্য ফয়সাল কবির, নলতা শরীফ পীর মাতা ব্লাড ব্যাংকের প্রতিনিধ আকবর আলি, মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান প্রমূখ।
একতা ব্লাড ফাউন্ডেশন, অনির্বাণ ব্লাড ব্যাংক ও মৌতলা ব্লাড ফাউন্ডেশন অন্যান্য বিভিন্ন বøাড ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কালিগঞ্জ ব্লাড ব্যাংক তৃতীয় বছর পূর্তি উপলক্ষে বক্তারা বলেন মানবতার সেবায় স্বেচ্ছাসেবীরা গত তিন বছর যাবত প্রায় ১৭০০ মানুষকে বিনামূল্যে রক্ত দান করেছে। করনাকলীর সময়ে সংগঠনের সদস্যরা অক্সিজেন সেবা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছিল।
কালিগঞ্জ ব্লাড ব্যাংকে সমাজের দানশীল ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন। করোনা সময়ে মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় পাউখালী হেলথ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালের সৌজন্য কালিগঞ্জ ব্লাড ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন বøাড ব্যাংক ও ডোনার ফাউন্ডেশনকে সম্মাননা স্মারক প্রদান করা।