শহিদুল ইসলাম, দেবহাটা ইউনিয়ন প্রতিনিধি : দেবহাটায় জাতীয় শিক্ষাক্রম ২০২২-২৩ সালে বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশ ব্যাপী মাধ্যমিক স্তরের শিক্ষকদের ৫দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত। ১৩ জানুয়ারি শুক্রবার সকাল ৯টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেবহাটা সরকারী বিপিন বিহারী ইনিষ্টিটিউশনে তৃতীয় দিনে প্রশিক্ষন কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন। জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বলেন, প্রশিক্ষনের উদ্দেশ্য জাতীয় শিক্ষাক্রম ২০২২ বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রস্তুত করা, জাতীয় শিক্ষাক্রম রুপ রেখা ২০২১ এবং বিস্তারিত শিক্ষাক্রম ২০২২সালকে অবোহিত হওয়া, প্রচালিত শিক্ষাক্রম পাঠ্যসূচীর সাথে নতুন শিক্ষাক্রম মূল পার্থক্য ও ধারনা লাভ করা ও শিক্ষাক্রম রুপ রেখা অভিজ্ঞতা ভিত্তিক শিখন শিখুনি প্রস্তুতি সম্পর্কে জানতে পারা।
৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর নতুন পাঠ্য সূচী সম্বন্ধে শিক্ষকদের অবোহিত করণ ও প্রশিক্ষন প্রদান করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রউফ, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) রঘুনাথ সরকার, সাতক্ষীরা সদর মির্জা নগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ সাজ্জাদ হোসেন।