দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কোঁড়া পাড়ের পুকুর পাড় ফোরকানিয়া মাদ্রসার নূরানী কায়দা পড়া শেষ করে কুরআন বিভাগে উত্তীর্ণ ও বিভিন্ন ভালো কাজে অবদান রাখা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। শনিবার বাদ জোহর মাদ্রাসা কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ডাঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন। উপস্থিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, সখিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, চক মোহাম্মাদালীপুর জামে মসজিদের ইমাম কবির হোসেন, স্থানীয় ব্যক্তিত্ব নুর ইসলাম, রফিকুল ইসলাম খোকা, শহিদুল ইসলাম আকুর আলী, আব্দুল খালেক, সুবহান আলী মাঝি, মিজানুর রহমান, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, ইয়াসির আরাফাত লিপু, মনিরুজ্জামান মুন্না, মীর বছির আলী, মীর রওশন আলী, আলমগীর হোসেন, মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সকল শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কোঁড়া তরুন সংঘের সভাপতি কবির হোসেনের উপস্থাপনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মোহাম্মাদালীপুর জামে মসজিদের ইমাম হাফেজ মোখলেছুর রহমান। মাদ্রসার নূরানী কায়দা হতে কুরআন বিভাগে উত্তীর্ণদের মাঝে কুরআন শরীফ এবং মাদ্রাসায় নিয়মিত উপস্থিতি, ন¤্র-ভদ্রতা, পড়ায় পারদর্শী সহ বিভিন্ন কর্মমান্ডে অবদান রাখা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিকালে মাদ্রাসা মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহনে শীতকালিন ক্রীড়া প্রযোগীতা অনুষ্ঠিত হয়।