বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে রবিবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট শীতকালীন প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মহাবিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ সাইফুল বারী সপু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, অতিরিক্ত অসাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সদস্য ও কালীগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক সৈয়দ মোমিনুর রহমান, আরো উপস্থিত ছিলেন, শেখ আনোয়ার হোসেন, সহ সম্পাদক মনিরুজ্জামান মনি। ভলিবল টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়ন গ্রæপ ভিত্তিক খেলায় অংশগ্রহণ করে।