তাপস সরকার, তালা : সাতক্ষীরার তালায় ষষ্ঠীতলা সার্বজনীন দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) সকালে তালার মাগুরা ষষ্ঠীতলা সার্বজনীন দূর্গা মন্দির কমিটির আয়োজনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
মাগুরা ষষ্ঠীতলা সার্বজনীন দূর্গা মন্ডপের সভাপতি হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী প্রমূখ।