শেখ মনিরুল ইসলাম : বাংলাদেশ টেলিভিশন(বিটিভি) জেলা ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান “বাংলাদেশের হৃদয় হতে” ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সাতক্ষীরা এসেছেন। অনুষ্ঠানটির প্রযোজক তারিকুজ্জামান মিলন ও তার সহকর্মীগণ সাতক্ষীরাতে অবস্থান করছেন। তাঁরা গত শনিবার শ্যামনগর মুন্ডা স¤প্রদায়ের আদিবাসীদের নৃত্য ও নকিপুর জমিদার বাড়িতে গানের ভিডিও ধারন করেন এবং রবিবার মোজাফ্ফর গার্ডেন, সাতক্ষীরা স্টেডিয়াম এবং পুরাতন সাতক্ষীরার পঞ্চ মন্দিরে সাতক্ষীরার আঞ্চলিক গানের ভিডিও শুটিং করেন।
উল্লেখ্য: গত ১৩ জানুয়ারি হতে ১৬ জানুয়ারি পর্যন্ত বিটিভির ১২ জন কর্মকর্তারা সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছেন। তাদেরকে সহযোগিতা করছেন উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কবি ও গীতিকার মোকাম আলী খান ও বেতার ও টিভির কন্ঠশল্পী ইন্দ্রজিত কুমার সাধু, প্রিয়াংকা সরকার, সুমনা, রীমি, সজিব, কর্ণ বিশ্বাস, রুহুল আমিন, আছাদ, সবুজ, প্রমুখ।