শেখ মোসলেম আহাম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় বেশী দামে সার বিক্রয় করায় এবং সারের মূল্য তালিকা টাঙ্গিয়ে না রাখার অপরাধে দুই সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর দুই টার দিকে উপজেলার সরসকাটি বাজারের ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করেন।
জরিমানা করা হয় ওই বাজারের সার ব্যবসায়ী সজীব ট্রেডার্স ও কুদ্দুস টের্ডাসকে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা লীনা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম উপজেলার সরসকাটি বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালায়।
এ সময় ওই বাজারের সার ব্যবসায়ী সজীব ট্রের্ডাসে বেশী মূল্যে ইউরিয়া সার বিক্রয় করার অপরাধে ১০ হাজার টাকা ও আরেক সার ব্যবসায়ী কুদ্দুস ট্রের্ডাসে মুল্য তালিকা টাঙ্গিয়ে না রাখার অপরাধে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া,জয়নগর ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা তাপস মজুমদার, সরসকাটি পুলিশ ক্যাম্পের আই.সি আবু বকরসহ পুলিশ সদস্য প্রমুখ।