বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) বিকাল ৪ টায় উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী।
উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাড. কামরুজ্জামান ভুট্টু, জেলা কৃষকদলের সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একই দাবীতে বিএনপির অপর অংশ বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন প্রমুখ।