ফজলুল হক, কালিগঞ্জ : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা ইউপি’র মাঘুরালী হযরত শাহজালাল (র.) এঁর দরগাহ প্রাঙ্গণে ৪০ তম বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত হয়েছে। ১ মাঘ ১৪২৯ এবং ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার বাদ মাগরিব হতে দরগাহ পরিচালনা কমিটির কর্মকর্তা আলহাজ্জ মো. আরশাদ আলী মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওরছ মাহফিলে পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ওলি-আউলিয়াদের জীবন দর্শন সম্পর্কে প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন-নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ রংপুরী।
আরো আলোচনা রাখেন কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আশরাফুল ইসলাম আজিজী, মাওলানা আব্দুস সাত্তার, উওর মাঘুরালী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ফারুক হোসেন ও মাও. রফিকুল হাসান। মাঘুরালী হযরত শাহজালাল (র.) দরগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান বিশ্বাস ও উপদেষ্টা আলহাজ্ব মোঃ আনিছুজ্জামান খোকন উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন প্রধান বক্তা আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ রংপুরী। ওরছ মাহফিল শেষে উপস্থিত সকলের হাতে মাঘুরালী হযরত শাহজালাল (র) এঁর দরগাহর পক্ষ থেকে রান্না তাবারুকের প্যাকেট পরিবেশন করা হয়েছে।