পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পারিশামারি গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি ভেংগে জোয়ার ভাঁটার পানি প্রবেশ করায় গ্রামের প্রায় ১ হাজার পরিবারের লোকজন যাতায়াত করতে পারছে না তাছাড়া কোমলমতি শিক্ষার্থীদের ও স্কুলে যাওয়া আসা করতে হচ্ছে ঝুঁকি নিয়ে।
জানাযায়, পাইকগাছা উপজেলার ৫নং সোলাদানা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোকগুলো স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অবহেলিত, মাত্র দুই কিলোমিটার রাস্তা পারিশামারি গ্রামের একমাত্র চলাচলের পথ এটি বেশ কিছুদিন ধরে মৎস্য ঘেরের পানি উঠানোর কারণে ছোট পাকাকল গইয়ের পাশ দিয়ে জোয়ার ভাঁটার পানি যাতায়াতের কারণে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে এটি এখন বড় আকার ধারণ করে ক্যানেলের ন্যায় সৃষ্টি হয়েছে। যে কারণে ঐ রাস্তা দিয়ে ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল সহ কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
তাছাড়া গ্রামবাসীরা সহ স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। জানা যায়, উক্ত গই দিয়ে ছোট ছোট ঘের সহ খালিয়ার চক মৌজার বড় বড় ঘের মালিক জনৈক লুৎফর মোল্লা, বিল্লাল মোল্লা, কালিদাস মন্ডল সহ একাধিক ব্যক্তিরা পানি উঠান। তাদেরকে জানালেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান, বিষয় টি স্থানীয় ইউ.পি সদস্য ও চেয়ারম্যান এর কাছে মৌখিক ভাবে জানিয়েছি কিন্তু প্রায় মাস খানেক অতিবাহিত হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে স্থানীয় ইউ পি সদস্যর কাছে জানতে চায়লে তিনি বলেন, আমার কাছে এখন পযন্ত কেউ কোনো দরখাস্ত করেনি,সংশ্লিষ্ট ইউ. পি চেয়ারম্যান এর কাছে, জানতে চায়লে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি, তবে কোনো দরখাস্ত পায়নি। জনস্বার্থে যথাযথ ঊর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।