আবু সাঈদ : সাতক্ষীরা সদরের গোপিনাথপুরে ২৪ দলীয় নকআউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গোপিনাথপুর যুবসংঘের রকি, আলাউদ্দিন, আলমগির, শাহরিয়ার, শামিম, পলাশ, বাবুর আয়োজনে ও বিভিন্ন অঞ্চলের ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশ গ্রহণে ১৬ জানুয়ারী সন্ধা থেকে গোপিনাথপুর গ্রামে ২৪ দলীয় নকআউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের ফাইনালে মাঠপাড়ার সজিব ও সাহেদ জুটি, মিয়া সাহেবেরডাঙ্গা আদর্শ যুব সংঘের মাসুদ ও হাসিব জুটি একে অপরের প্রতিদ্বন্দিতা করে।
ফাইনাল খেলায় মাসুদ ও হাসিব জুটিকে পরাজিত করে মাঠপাড়ার সজিব ও সাহেদ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে টুর্ণামেন্টে অংশ গ্রহণকারি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন লাবসা ইউনিয়ন পরিষদে তালতলা-গোপিনাথপুর ০৯ নং ওয়ার্ডে বারবার নির্বাচিত সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক মামুন বিন আব্দুল আজিজ সম্রাট, আবু সাঈদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তোহিদুল ইসলাম, সাইফুল্লাহ প্রমুখ। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলকে নগত ২৩শত টাকা এবং রানার আপ দলকে ১৩শত টাকা প্রদান করা হয়।