শেখ মনিরুল ইসলাম : বিটিভির কর্মকর্তারা গত ১৬ জানুয়ারি রাতে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবীর এর সাক্ষাৎকার গ্রহন শেষে তিনদিনব্যাপী সাতক্ষীরার ভিডিও ডকুমেন্টারী বিষয়ের কথা শংলে ধরেন এবং বিটিভির ম্যাগাজিন ভিত্তিক অনুষ্ঠান “বাংলাদেশের হৃদয় হতে” অনুষ্ঠানের প্রযোজক তারিকুজ্জামান মিলন জেলা প্রশাসককে জানান, সাতক্ষীরার এই অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে।
আগামী ২৭ জানুয়ারি রাত দশটার ইংরেজি সংবাদের পর এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। এ সময় উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান জেলা প্রশাসককে আরও জানান, সাতক্ষীরার সকল উদীয়মান সংস্কৃতিকর্মীদের স্বর্তস্ফুত অংশগ্রহনে জাকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান যখন ২৭ জানুয়ারি স¤প্রচার হবে সেটি জেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে যাতে বড় পর্দায় দেখানো যায় সে দাবী তুলে ধরেন। জেলা প্রশাসক বিষয়টির আশ্বাস দেন।
এছাড়া সাতক্ষীরার উদীয়মান সংস্কৃতিকর্মীরা যাতে জেলা প্রশাসনের সহযোগিতা পায় সে ব্যাপারে তাঁর সহযোগিতা কামনা করেন। এ সময় কবি ও গীতিকার মোকাম আলী খান জেলা প্রশাসকের হাতে তার লেখা দুটি ছড়াগ্রন্থ তুলে দেন। এ ছাড়া কথা বলেন বেতার ও টিভির কন্ঠশিল্পী ইন্দ্রজিৎ কুমার সাধু,বিটিভির ক্যামেরাম্যান নাভিদ খান চৌধুরী।
##