আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে পৈত্রিক সম্পত্তিতে ইট-খোয়া এনে জবর দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছে। এছাড়া মোমেনা খাতুন নামে এক মহিলাকে মারপিট ও শ্লীলতাহানির পৃথক ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ইউনিয়নের কাকবাসিয়া গ্রামের আফিল উদ্দিন সরদারের দুই পুত্র নওশের সরদার ও নওয়াব আলি সরদার কাকবাসিয়া মৌজায় পৈত্রিক ২৬ শতক জমির মালিক হিসাবে ভোগদখলিকার আছেন।
জমি পৃথক ১৯২ নং খতিয়ানে ২৬০ দাগে নওশের সরদারের নামে ১৩ শতক ও ১৯৩ নং খতিয়ানে ২৬০ দাগে নওয়াব আলি সরদারের নামে রেকর্ড হয়েছে। নওশেরের ছেলে কবির স্থানীয় ছলেমানের ছেলে শাহিন ও হাসানের কাছে ৬ শতক জমি বিক্রয় করলে তারা ক্রয়কৃত জমিতে পাকা দোকান ঘর বেধে দখলে আছেন। বাকী ৭ শতক জমি তাদের দখলে রয়েছে। দোকানের উত্তর পাশে রাস্তার ধার থেকে শুরু করে পশ্চিম দিকে ১৩ শতক জমিতে নওয়াব আলির সন্তানেরা জলিলসহ ৫ ভাই ভোগদখলে আছেন।
নওশেরের ছেলে কবির বহিরাগতদের নিয়ে মঙ্গলবার বিকালে তাদের জমিতে ইট খোয়া রেখে অবৈধ দখলের চেষ্টা করলে তাদেরকে মারপিট করা হয়। এতে জলিল, আনারুল, খলিল, রুমা, মোমেনা, জব্বার, লোকমান, অলি আহত হন। বুধবার সকালে জলিল গং তাদের জমিতে টিনের চাল ও বেড়া দিয়ে একটি ঘর নির্মান করেছে। খবকর পেয়ে থানার এসআই রিপন ঘটনাস্থান পরিদর্শন করেছেন এবং উবয় পক্ষকে শান্তিশৃংখলা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। এদিকে মোমেনা খাতুনকে ১৭ জানুয়ারি রাতে বাড়ি থেকে ডেকে সাইক্লোন শেল্টারে নিয়ে বেধড়ক মারপিট ও শ্লীলতাহানি ঘটনায় মোমেনা খাতুন বাদী হয়ে ৮ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।