ফজলুল হক, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সদর সরকারী এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রাইমারি স্কুলের শিশুদের করোনা প্রতিরোধে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষিকা গঙ্গা সরকার এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারি শিক্ষকগণের মধ্যে সিরাজুল ইসলাম, সুজন কুমার দৎ, হাসিব মেহেদী হাসান, সিরাজুল ইসলাম অভিভাবক সদস্য মনিরুল ইসলাম, আব্দুল মজিদ সাংবাদিক ফজলুল হক এবং হাসনাহেনা পারভীন স্বাস্থ্যসহকারী সরকারি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সহকর্মী শিরিন শিরু প্রমুখ।
মঙ্গলবার ১৭ জানুয়ারি সকাল ১০ থেকে বেলা ২ টা পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধে ৫ থেকে ১১বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হয়েছে। এ পর্যায়ে দ্বিতীয় ধাপে কালিগঞ্জ উপজেলার এম খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ১৫৬ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। এ ব্যাপারে টিকা প্রদানকারী হাসনাহেনা পারভীন স্বাস্থ্য সহকারী বলেন কালিগঞ্জ উপজেলার সব কয়টি স্কুলে গত ১ নভেম্বর ২০২২ থেকে ১ম ডোজ টিকাদান শুরু হয়ে ডিসেম্বর ২০২২ কর্মসূচির কার্যক্রম শেষে।
১ জানুয়ারি কোভিড -(১৯) ২য় ডোজ টিকা প্রদানের সময় থাকলে ও সেটা ১৭ জানুয়ারি এবারের ধাপে ২য় ডোজ প্রদানের মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলার সদরে ৪টি স্কুলে টিকা প্রদানের মধ্য দিয়ে পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুলে করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে টিকে দান কর্মসূচি অব্যাহত থাকবে।