অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটায় পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরীদের নিয়ে ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে সচেতনমূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ জানুয়ারী, ২৩ ইং সকাল ১১ টায় উক্ত বিদ্যালয়ের সেমিনার মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দেবহাটা, সাতক্ষীরা এর উদ্যোগে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেহউদ্দীন মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইভটিজিং, বাল্য বিবাহ সংক্রান্ত বিভিন্ন সচেতনতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা আরডিও তানজিয়ারা খাতুন, উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকীবিল্লাহ, এআরডিও সোহরাব হোসেন প্রমুখ। বিআরডিবির উদ্যোগে উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয় ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে ইভটিজিং, বাল্য বিবাহ সংক্রান্ত বিভিন্ন সচেতনতা, শারীরিক সুস্থতাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।