শ্যামনগর ব্যুরো: ১৯ ই জানুয়ারি কারিতাস খুলনা অঞ্চলের অধিনে শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হল রুমে। (১৯ই জানুয়ারি) বৃহস্পতিবা সকাল ১০ টায় বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব (CIMMS) প্রকল্পের অধীনে নিরাপদ অভিবাসন এবং মানবপাচার বিষয়ে কাজ করা।
সমমনা প্রতিষ্ঠানের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জিএম আব্দুর রউফ, প্যানেল চেয়ারম্যান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ। এছাড়াও ইউনিয়নের ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা ও ইউনিয়নে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সোসাল মিডিয়া প্রতিনিধিসহ মোট ১৫ জন সমন্বয় সভায় অংশগ্রহন করেন।
মি: সুজন সেন (টউড) এর সঞ্চলনায় প্রকল্পের পক্ষে বিষয় ভিত্তিক প্রেজেন্টেশন উপন্থাপন করেন প্রকল্প কর্মকর্তা মি: এন্ড্রিকো মন্ডল। সমন্বয় সভায় ইউনিয়নে অভিবাসন, আধুনিক দাসত্ব ও মানব পাচারের বর্তমান অবস্থা, ভিকটিম ব্যক্তি ও তার পরিবারের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য (রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, এনজিও) প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।