আশিকুজ্জামান খান : বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বেলা ১১ টায় জেলা পুলিশ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে “পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩” এর শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন, খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে ১০ টি দল নিয়ে অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সদর সার্কেল টিম বনাম রিজার্ভ অফিস টিম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলায় অংশ গ্রহণ করেন মোঃ সজীব খান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাতক্ষীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) সাতক্ষীরা। সহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এসময় পুলিশ সুপার তরুণ সমাজের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশপাশি খেলাধূলার মধ্যে থাকলে মাদকসহ যে কোন অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকা সম্ভব।
##