আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটায় ৮ দলীয় বাবলা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সভাপতি ও যুবলীগ সহ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করা হয়। বুধহাটা ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের আয়োজনে খেলার উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের পক্ষে কুল্যা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন আঙ্গুর।
উদ্বোধনী খেলার এক দিকে ছিলেন পাইথালী মিলন মহল যুব সংঘ ও অপর দিকে ছিলেন বুধহাটা যুব কিশোর সংসদ। নির্ধারিত সময়ে উভয় দল এক এক গোলে ড্রা করে। খেলা শেষে টাইব্রেকারে বুধহাটা যুব কিশোর সংসদ জয়লাভ করে। উত্তেজনা পূর্ণ খেলাটি অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিয়াবুল ইসলাম সিহাব, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, ইউপি সদস্য আলতাফ হোসেন, মতিয়ার রহমান, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সন্তোষ কুমার রায়, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের প্রচার সম্পাদক ইয়াছির আরাফাত ডেনিস প্রমুখ।
উক্ত খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমন হোসেন, আব্দুল মান্নান, আলমগীর কবির, শামছুজ্জামান, বিল্লাল হোসেন প্রমুখ। খেলাটি পরিচালনা করেন আবু অহিদ বাবলু, ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও আবু মুছা।