শেখ মনিরুল ইসলাম : সাতক্ষীরায় মঞ্চ নাটক অভিনেতা ডাক্তার মুকুল হৃদ রোগে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধিন রয়েছেন। গত ১৬ জানুয়ারি সোমবার সকাল ১০টার দিকে মঞ্চ নাটক অভিনেতা ডাক্তার মুকুল সদর উপজেলার আবাদেরহাট নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হন। এসময় তার পরিবারের সদস্যরা সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করান।
এদিকে, হৃদ রোগে আক্রান্ত মঞ্চ নাটক অভিনেতা ডাক্তার মুকুল কে বৃহস্পতিবার সন্ধায় দেখতে আলপিুর তরুণ নাট্য সংস্থার সত্বাধিকারী অুুল কুমার ঘোষ, মঞ্চ নাটক অভিনেতা, মানবাধিকার কর্মী দৈনিক সাতক্ষীরার সকল পত্রিকার সাংবাকিদ শেখ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নাট্য পরিচালক অহিদুজ্জামান অদু, রাম প্রসাদ রাকেশ, নির্দেশক মফিদুল ইসলাম মুকুল, ইব্রাহিম প্রমুখ।