শেখ মনিরুল ইসলাম : সাতক্ষীরার ঐতিহ্যবাহী পিকে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত ২০ জানুয়ারি রাত ৯টায় পিকে ইউনিয়ন ক্লাব (১৯৩৮) এর ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু সভাপতি ও নাছিম ফারুক খান মিঠু কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সভাপতি মন্ডলীর সদস্য হয়েছেন, আহম্মদ আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোসলেম, ইঞ্জি. কবীর উদ্দীন আহমেদ, ইঞ্জি. সিরাজুল ইসলাম খান, তারেকুজ্জামান খান, মাধব দত্ত, ছবিউল ইসলাম খান, আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, ইকবাল জমাদ্দার, মোহাম্মদ আলী সুজন ও মো. ফজলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নওয়াজ খান অর্প, অর্থ সম্পাদক ইকবাল কবীর খান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ইমাদুল হক খান, প্রচার ও প্রকাশনা শেখ মোশারফ হোসেন, ফুটবল ও হকি-আশরাফুল হক দোলন, ক্রিকেট-রফিকুর রহমান লাল্টু, ভলিবল ও হ্যান্ডবল-ওয়াসিউদ্দীন খান পিপুল, কাবাডি ও খো-খো রফিকুল ইসলাম খান, আন্ত কক্ষ ক্রীড়া অর্থ সম্পাদক আতিকুজ্জামান খান চৌধুরী সুমন, এ্যাথলেটিক্স ও সাতার – শেখ ওলিউর রহমান, সাংস্কৃতিক অর্থ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সমাজকল্যাণ অর্থ সম্পাদক মোঃ ফজলুর রহমান, দপ্তর অর্থ সম্পাদক আব্দুস সামাদ, সাহিত্য সম্পাদক- পল্টু বাসার, নাট্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, শুটিং সম্পাদক- সাইদ হাসান রেবু, মহিলা বিষয়ক -নুর জাহান খান লোপা, প্রতœতত্ব বিষয়ক- আসিফ ইকবাল রাহি। নির্বাহী সদস্যগণ যাঁরা- ড. রবিউল ইসলাম খান, তৈয়ব হাসান বাবু, কাউন্সিলর শেখ সফিক- উদ- দ্দৌলা সাগর, মাকসুদার রহমান খান চৌধুরী সুজা, আ হ ম আক্তারুজ্জামান মুকুল, এ্যাড. হাসনা হেনা, আব্দুল আনিস খান চৌধুরী বকুল, সফিউল ইসলাম খান, সাসছুদ্দোহা খান মিল্টন, শেখ মোস্তাফিজুর রহমান মুস্তাক, সাইফুল হুদা খান তুহিন, মিজানুল ইসলাম মীর্জা, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ডা. সান্তনু সাকিব, রাশিদ হ্সান চৌধুরী, তৈয়েবুর রহমান বাবু, মোঃ জিয়াদ হোসেন, জামসেদ আহম্মদ খান, মনজুর খান চৌধুরী, আসাদুর রহমান, জাবিদ হাসান খান, শেখ জাকির হোসেন, মাহবুব আলি মন্টু, মোঃ ফরহাদ হোসেন, জাহির হোসেন, আহসান হাবিব ডিসান, সফিকুর রহমান সফি, মাসুম বিল্রাহ জজি, নাজমুল আলম তারা, শেখ সামসুর রহমান সামসু, শাহজাহান লাভলু, হাসিব বাবু, মনিরুল হক মিঠু, রবিউল ইসলাম সজল, মারুফ আহম্মদ খান শামীম, মনি, শেখ শরিফুল্লাহ শরীফ, আবু হেনা মঞ্জুরুল মোরশেদ চঞ্চল ও মেহেদী আলী সুজয়।