শেখ সিদ্দিকুর রহমান : সাতক্ষীরায় কিশোর-কিশোরী ক্লাবের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপ পরিচালকের কার্যালয়ে উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলার কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ১৫ টি ক্লাবের পুরস্কারপ্রাপ্ত কিশোর-কিশোরীদের মধ্য হতে চুড়ান্ত নির্বাচনের জন্য গতকাল শনিবার এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম শফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী সুলতানা রাজিয়া, ফিল্ড সুপারভাইজার করবী সুলতানাসহ কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর ও শিক্ষকবৃন্দ। গান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বিথিকা দেবনাথ, আবৃত্তিতে জান্নাত, বালিশ ছোড়ায় অহনা পাইন, ছবি আঁকায় স্নেহা ঘোষ, দৌড়ে মোনায়েম হোসেন। বিচারিক দায়িত্ব পালন করেন বিটিভির কন্ঠশিল্পী প্রিয়াংকা দাশ, শিরিনা আক্তার ও নিপমালা সাহা।
##