শ্যামনগর ব্যুরো : গাবুরায় নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি ল²ীখালী গ্রামের মৃত রহিম সরদারের ছোট ছেলে। (২১ জানুয়ারি) শনিবার রাত ১১ টায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে নজরুল ইসলাম তিন বছর পূর্বে ব্রেইন স্ট্রোক জনিত রোগে আক্রান্ত ছিলেন।
স্ত্রী রওশনআরা জানান, আমার স্বামী কয়েকমাস ধরে অসুস্থ হয়ে বাকরুদ্ধ ছিল। অনেক ডাঃ দেখানোর পরও সুস্থ্য হয়নি। গত শনিবার রাত ৯ টায় স্বামী-স্ত্রী খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি হঠাৎ রাত ১১ টায় পাশে স্বামীকে না পেয়ে আলো জ্বালিয়ে দেখি গলায় দড়ি দিয়েছে। আমি চিৎকার করে তার গলার দড়ি কেটে দেই। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে সকালে এস আই শাহাবুল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে উপস্থিত হয়। গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম ঘটনা স্থলে উপস্থিত হন।
পরিবার ও স্থানীয়রা জানায় তাদের পরিবারের অনেকের ব্রেইনের সমস্যা আছে, ইতিপূর্বে আরো কয়েকজন আত্মহত্যা করেছে। এস আই শাহাবুল আলম ও ইউপি চেয়ারম্যান বলেন, আমরা খোঁজ-খবর নিয়ে দেখলাম এটা আত্মহত্যা। ব্রেইনের সমস্যার কারণে এই আত্মহত্যা হতে পারে। এখানে কোন চক্রান্ত কিংবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ পাওয়া যায়নি।