শেখ বাদশা, আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কুল্যায় সরিষা বারি-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সরেজমিন গবেষণা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায়, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ও বিএআরআই কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কুল্যার কুলতিয়া মোড় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, কৃষিবিদ এস এম খালেদ সাইফুল্লাহ, ছত্রাক বিশেষজ্ঞ তাজনিন সুরাইয়া মুনমুন, বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুখদেব কুমার সাধু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এ পর্যন্ত ২০টির মত সরিষা জাত উদ্ভাবন করেছে। আশাশুনি উপজেলায় এবার ৫০ বিঘার মত জমিতে সরিষা চাষ করা হয়েছে। কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
দক্ষিণ অঞ্চলের লবণাক্ততার বিষয়টি মাথায় রেখে সরিষার ফলন বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি উপস্থিত সকলকে নিজের পরিবারকে সুস্থ রাখতে রান্নায় সরিষার তেল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহবান জানান। কৃষকদের মধ্যে আবু বক্কার সিদ্দিকী বলেন এবার বারি-১৪ চাষ করে অধিক ফলন উৎপাদন করেছেন। তিনি উপস্থিত চাষীদের সরিষার চাষের পরামর্শ দেন।