বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট ও গার্লস ইন স্কাউট দল গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত “৩২ তম এশিয়া প্যাসেফিক ও ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি ২০২৩” এ অংশগ্রহন করেছে।
কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্কাউটার শাহিনুর রহমান ও সহকারী শিক্ষিকা স্কাউটার শিরিনা সুলতানার নেতৃত্বে ছাত্র ৯ ও ছাত্রী ৯ সর্বমোট ২০ সদস্যের চৌকস স্কাউট দল গাজীপুরে অনুষ্ঠিত ১৯ থেকে ২৭ জানুয়ারি ২০২৩ জাম্বুরীতে অংশগ্রহণের জন্য গত বুধবার ১৮ জানুয়ারি গাজীপুরের মৌচাকে পৌঁছেছেন ।
ছাত্র স্কাউট দলে স্কাউটার শিক্ষক মোঃ শাহিনুর রহমানের নেতৃত্বে রয়েছে, স্কাউট খান ফয়সাল ইসলাম, মোহাম্মদ মেহেদী হাসান, আফিফ মোহাম্মদ বিন হুদা, শেখ আব্দুল কাদির, শামিমুল ইসলাম সজীব, নূর হোসেন নাহিদ, রবিউল আলম রাফি, রেদওয়ান আল ফেরদৌস প্রান্ত, শেখ হামদান বিন আজমির। ছাত্রী স্কাউট দলে শিক্ষিকা স্কাউটার সিরিনা সুলতানার নেতৃত্বে রয়েছে স্কাউট কিবতিয়া আলম পিউলি, সানজিদা আক্তার, মাইমা ফররিদ মিম্পা, ঐন্দ্রিলা আহমেদ তাথৈ, ফারহানা ইয়াসমিন লিজা, নাইমা মেহেদী, সুরাইয়া শিমু, সানজিদা ইয়াসমিন নিশা, হাবিবা ফেরদৌস ।
উল্লেখ্য, এই স্কাউট জাম্বুরীতে বাংলাদেশ সহ ৫৪ টি দেশ অংশগ্রহণ করেছে। কালিগঞ্জ উপজেলা থেকে একমাত্র সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল জাতীয় পর্যায়ে জাম্বুরিতে অংশগ্রহণ করায় কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।