শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়নের ভূমিদস্যু আমির হামজা মন্টু ফকিরের কবল থেকে জমি রক্ষা পেতে মানববন্ধন করেছেন সংখ্যালঘু সম্প্রদায়। ২৩ জানুয়ারী ২০২৩ তারিখ বিকাল ৫ টাই ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেন।
মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম, বিমল মন্ডল, তপন মন্ডল, অমেলা রানী, পরিমল মহলদার, কাদের মোল্ল্যা, প্রভাষ ভাঙ্গী, নমিতা রানী, জামাল গাজী সহ প্রমূখ্যরা। বক্তারা বলেন, শিংহড়তলী চিলের খাল নামক সরকারি খাস খালটি সরকারীভাবে খননে বাঁধা সৃষ্টি করা, ধান চাষের উপযোগী জমিতে লোনাপানি উঠিয়ে ধান চাষকে বিঘœসৃষ্টি করা, জমির মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে ইজারা টাকা না দিয়ে জমির মালিকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ হুমকিধামকি করে জমি দখল করা সহ এলাকায় সংখ্যালঘু স¤প্রদায়ের উপর অত্যাচার করে আসছেন আমির হামজা মন্টু।
গত ২১ জানুয়ারী ২০২৩ তারিখে সিংহতলী চিলের সরকারি খাল খননের সময় খাল দখলকারিদের সাথে সংঘর্ষে মুুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের ২ ইউপি সদস্য গুরুত্বর জখম হয়। আহত ২জনকে প্রথমে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ ৩ জনকে আটক করেন। সিংহড়তলী-চুনকুড়ি চিলের খালটি ধান ও চিংড়ি চাষ এলাকা পৃথকী করন জোনিং সিস্টেম বাস্তবায়নের জন্য পূঃন খননের কাজ চলতে থাকে।
এ সময় দখলদাররা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে রবিউল ও সিরাজুল এর নেতৃত্বে ২৫/৩০ জন দখলদার খাল খনন কারীদের উপর হামলা করে তাদের মোবাইল ফোন নগত টাকা ছিনিয়ে নেয়। গুরুত্বর জখম হয় আবুল কাশেম গাজীর ছেলে ইউপি সদস্য জিয়া (৩০) ও আরশাদ আলী গাজীর ছেলে আব্দুল জলিল (৪৪)।