ফজলুল হক, কালিগঞ্জ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে জেলা ভিত্তিক সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় যেসব প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন, তাঁদের গত ২৩ জানুয়ারি সোমবার বেলা ১২ টার সময় কালিগঞ্জ উপজেলার শিক্ষা অফিসারের কার্যালয় সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষক যোগদান অনুষ্ঠিত হয়।
এ সময় কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় মোঃ মোস্তাফিজুর রহমান ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সভাপতিত্বে উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার এ কে এম মুস্তাফিজুর রহমান, মোঃ মিজানুর রহমান শিক্ষা অফিসার সহ সদ্যনিয়োগ প্রাপ্ত শিক্ষক, শিক্ষকদের অভিভাবক ও সাংবাদিকগণ।
যোগদান অনুষ্ঠানে মোঃ মোস্তাফিজুর রহমান (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা অফিসার, এ কে এম মোস্তাফিজুর রহমান সহকারি শিক্ষা অফিসার এবং মোঃ মিজানুর রহমান (এ টি ও) সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারি শিক্ষকদের মধ্যে আবুল কাশেম নলতা প্রাথমিক বিদ্যালয়, আব্দুস সাত্তার সহকারি শিক্ষক, ৪৪নং ভদ্রখালি প্রাইমারি স্কুল, মেহেদী হাসান ৩৮ নং হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসমা খাতুন পূর্ব নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ সদ্য নিয়োগ প্রাপ্ত সকল শিক্ষকদের যোগদান পত্র আদেশ হাতে তুলে দেন। শুধুমাত্র নিজ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারি শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে যোগদানের মধ্য দিয়ে বিদ্যালয়ে পদায়ন করা হলো।