সাইটেশন অ্যায়ার্ড-এ ভূষিত হলেন রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার সাবেক প্রেসিডেন্ট দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান। গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার কক্সবাজারে অভিযাত হোটেল সিগ্যালে অনুষ্ঠিত সাইটেশন অ্যায়র্ড প্রদান অনুষ্ঠিত হয়।
রোটারী ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট শেখর মেহথা জাকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থেকে রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার সাবেক প্রেসিডেন্ট দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান’র হাতে সাইটেশন অ্যায়র্ড অনুষ্ঠানিক ভাবে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন রাটারী ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট শেখর মেহ্থা’র পত্নী রোটারীয়ান রাশি মেহ্থা, ২০২১-২২ এর গভর্ণর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী, বর্তমান গভর্ণর ইঞ্জি. এম এ ওহাব প্রমুখ।