শেখ ইফতেখার আল মামুন (সুমন), কপিলমুনি : খুলনার কপিলমুনিতে বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমূখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। হিন্দু স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সারাদিন সরস্বতী পূজা উপলক্ষে কপিলমুনিতে বিভিন্ন মন্দির ও কপিলমুনি কলেজ, সহচরী বিদ্যা মন্দির, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন।
মন্ডপে মন্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোকসজ্জা ও মেলা বসেছে। এছাড়া ব্যক্তি উদ্যোগে উত্তর সলুয়া কর্মকারপাড়া, নোয়াকাটী, নাছিরপুর, নাছিরপুর পোদ্দারপাড়া, কাশিমনগর মালোপাড়া, কাশিমনগর দাশপাড়া, মামুদকাটী, হরিদাশকাটী, হরিঢালী পোদ্দারপাড়া, দক্ষিণ সলুয়া, রামনাথপুর, গোয়াল বাথান, নাছিরপুর সাহাপাড়া পূজা মন্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।