কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তুলসিডাঙ্গা গ্রামে বিনা সরিষা-৯ সম্প্রসারনের লক্ষ্যে কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমানণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে গতকাল বুধবার বিকাল ৪ টার সময় কলারোয়া উপজেলা নির্বহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিনা ময়মনসিংয়ের উর্ধ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্ত ড. রেজা মোহাম্মদ ইমন, বিনা সাতক্ষীরা উকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. বাবুল আকতার, কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেন। এ সময় পৌরসভার বিপুল সংখ্যক কৃষক কৃষাণী, গণমাধ্যম কর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিনা সরিষা-৯ এর ভাল ফলন ফলিয়ে দেশের চাহিদা মিটিয়ে তেলে স্বয়ং সম্পন্ন হওয়ার জন্য কৃষকদের উপর জোর তাগিদ প্রদান করেন।