বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মিশুক কৃষি উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে দিনব্যাপী কৃষক ও কৃষাণীদের নিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) মিশুক সীড ভিলেজ চত্বরে কবিতা আবৃত্তি, গান, গজল, ও বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। এ সময় মিশুক কৃষি সমবায়ের সভাপতি আশিক ইকবাল পাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরায় এস এস সি পি প্রকল্পের কৃষি কর্মকর্তা কামরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিষ্ণুপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুল কাদের, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মিনাল কুমার মন্ডল, শাহ আলম ঢালী, আব্দুস সবুর, মামুন আর রশিদ, শাহিনুর রহমান, কিংকর দেবনাথ প্রমুখ।