আশাশুনি ব্যুরো : শারীরিক ও মানসিক প্রতিবন্ধী আক্তার হোসেনকে হুইলচেয়ার প্রদান করলেন আশাশুনি উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ শামসুল আলম। মঙ্গলবার রাত ১০টায় বুধহাটা বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস কে হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ও বুধহাটা বাজার বণিক সমিতির বাস্তবায়নে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুধহাটা বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদ, সহ সভাপতি বাপ্পি দেবনাথ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবর আলম রিপন, সহ-কোষাধ্যক্ষ প্রহ্লদ কর্মকার, আশাশুনি প্রেসক্লাব সদস্য শেখ বাদশা প্রমুখ। উল্লেখ শারীরিক ও মানসিক প্রতিবন্ধী আক্তার হোসেনের অসহায়ত্বের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে বিষয়টি দেখে অসহায় আক্তার হোসেনকে একটি হুইল চেয়ার প্রদান করেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ শামসুল আলম।