সরকার পাড়া যুব সংঘের আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় সরকার পাড়ায় বর্ণাঢ্য আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক বাবু শ্যামা প্রসাদ ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা আওয়ামলীগ নেতা প্রভাষক এম সুশান্ত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক বাবু খগেন্দ্র রায়, সাংবাদিক ও উন্নয়ন কর্মী ফারুক রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি আদর্শ কলেজের প্রভাষক সুকুমার রায়, শিক্ষিকা রানী রিনা ঘোষ, শিক্ষক ও সাংবাদিক খন্দকার আনিসুর রহমান। অনুষ্ঠানে শিক্ষিকা রানী রিনা ঘোষ মন্দির স্থাপনের জন্য ১কাঠা জমি দানের ঘোষনা দেন। স্বাধীনতা শিক্ষক পষিদের পক্ষে মন্দিরের জন্য সুকুমার রায় নির্মান সামগ্রী দেওয়ার ঘোষনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকার পাড়া যুব সংঘের প্রিয় রায় তূর্য। প্রেস বিজ্ঞপ্তি