অহিদুজ্জামান খান : শেখ মমিনুল ইসলামকে সাতক্ষীরার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির একটি ভ্যান উপহার দিয়েছেন। কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের শেখ আনসার আলীর পুত্র। তিনি পেশায় দিন মুজুর। করোনা পরবর্তী সময়ে অতি কষ্টে জীবন-জীবিকা নির্বাহ করছিলেন মোমিনুল। বর্তমানে তার রোজগারের উপায় না থাকায় অতি কষ্টে জীবন কাটাচ্ছেন মোমিনুল ও তার পরিবার।
তাই নিরুপায় হয়ে বিভাগীয় কমিশনারের গণশুনানিতে উপস্থিত হয়ে সাহায্যের আবেদন করলে কমিশনার জেলা প্রশাসকের মাধ্যমে নগদ ছয় হাজার টাকা প্রদান করেন। স্থায়ী আয়ের পথ গড়তে পায়ে চালিত ভ্যান পাইবার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন মোমিনুল ও তার পিতা। তার আবেদনে সাড়া দিয়ে জেলা প্রশাসনের অর্থায়নে একটি নতুন পায়ে চালিত ভ্যান উপহার দিয়েছেন মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
ভ্যান পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোমিনুল। গতকাল বিকেল ৩টায় জেলা প্রশাসক এর পক্ষে মোমিনুল ও তার পিতার নিকট ভ্যান গাড়িটি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন। এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বাপ্পী দত্ত রনি, জেলা নাজির মোঃ খাজা শাহাবুদ্দিন প্রমুখ।