বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. এন্তাজ আলীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ২৬, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, প্রবীণ রাজনীতিবিদ সাবেক জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম এড. এ এফ এম এন্তাজ আলীর ২৫তম মৃত্যু বার্ষিকী আজ। সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. এ এফ এম এন্তাজ আলী ১৯৯৮ সালের ২৬ জানুয়ারি পবিত্র শবে ক্বদরের রাতে মৃত্যুবরণ করেন।

তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি এবং ৭১ এর যুদ্ধকালীন সময় মুজিব বাহিনী সাতক্ষীরার (তৎকালীন সময় সাতক্ষীরা মহকুমা) প্রধান ছিলেন। এড. এ এফ এম এন্তাজ আলী ঢাকায় ৬ দফা আন্দোলনের (প্রথম দিনের আন্দোলন) রাজধানীর রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন শুরু করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ওই আন্দোলনে সাবেক কেন্দ্রীয় আ’লীগ নেতা ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মরহুম আব্দুর রাজ্জাক, সাবেক কেন্দ্রীয় আ’লীগ নেতা ও সাবেক অর্থ মন্ত্রী মরহুম শাহ এস এম কিবরিয়া, সাতক্ষীরার এড. এ এফ এম এন্তাজ আলী ও মাখন মিয়া অন্যতম ছিলেন। পরে বঙ্গবন্ধুর নির্দেশে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দিয়ে জোরদার করতে এড. এ এফ এম এন্তাজ আলী সাতক্ষীরা জেলায় চলে আসেন। এছাড়া তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির সাতক্ষীরা জেলার সভাপতি ছিলেন। স্বৈরাচারী এরশাদ সরকারের সময় ১৯৯০ সালে সর্ব দলীয় ও ১৯৯৬ সালে জেলার আহবায়কের দায়িত্ব পালন করেন।

তাছাড়া তিনি সাতক্ষীরার সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। মরহুম এড. এ এফ এম এন্তাজ আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের সাথে যোগাযোগ রেখে অস্ত্র এনে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে তাদেরকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ৭০ সালে বীরমুক্তিযোদ্ধা খসরু আলমগীরকে সাতক্ষীরা কারাগার থেকে পালাতে ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাককে ভারতে নিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র নিয়ে ঢাকায় ফিরে যাওয়ার ব্যবস্থা করেন।

তাছাড়া ১৯৭৫সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারত থেকে স্ব-শরীরে গিয়ে দেবহাটার ইছামতি নদী পার করে দেশে আনেন ও তার বাড়ী যাওয়ার ব্যবস্থাও করেন। এ নেতা আজীবন দেশ, জাতি ও মানুষের জন্য কাজ করে গেছেন। এদিকে এড. এন্তাজ আলীর পরিবার জানায়, তার মৃত্যুর পর প্রায় ১১দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে বাস ভবনে আসেন পরিবারকে সান্তনা জানাতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজ নিলেও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কোন নেতা এ পরিবারকে খোঁজ নেন না। এমনকি এ নেতার আদর্শ ও স্মৃতিকে মূছে ফেলতে আজও কোন সড়ক বা কোন কিছুতেই নামকরণ করা হয়নি। প্রকৃত পক্ষে, বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠা বীরমুক্তিযোদ্ধা এড. এন্তাজ আলীর সেই আদর্শের কোন নেতা এ জেলাতে আর গড়ে উঠিনি। এ জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়ক গুলোতে বিভিন্ন ব্যক্তির নামে নামকরণ হলেও এড. এন্তাজ আলীর নামে ২৫বছর পরও কোন নামকরণ করা হয়নি। এড. এন্তাজ আলী ছিলেন একজন আ’লীগ নেতা, সাবেক সাংসদ ও বীরমুক্তিযোদ্ধা। তারপরও কেন তার নামে কোথায় কোন নামকরণ করা হয়না? এ প্রশ্ন এড. এন্তাজ আলীর পরিবারের।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কাত্তিক বাবু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল চ্যাম্পিয়ন

তালায় ৪ জনের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি!

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন নজরুল ইসলাম

সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের কোন ধর্ম নেই এমপি রবি

খুলনায় জাতীয় যুব দিবসে ৭ লাখ ৩০ হাজার টাকার ঋণের চেক ও সনদপত্র বিতরণ

পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান “রাষ্ট্রপতি পুলিশ পদকে” ভূষিত হওয়ায় জেলা প্রশাসক’র শুভেচ্ছা

নৌকা বিজয়ের লক্ষে ওয়ার্ড আ’লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন আসাদুজ্জামান বাবু

তালায় মলম পার্টির কবলে অবসরপ্রাপ্ত কর্মচারীর পরিবার, স্বর্ণালংকার-নগদ অর্থ লোপাট

সংগীতশিল্পী রোজবাবু’র খোজঁ নিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু

নবজীবন ইনস্টিটিউটে ফল উৎসব