সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর আজকের দিনের খেলা টাউন স্পোর্টিং ক্লাব বনাম পি.কে. ইউনিয়ন ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় টাউন স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান করে।
দলের সোহেল ৬৪* রান করে। প্রতিপক্ষের সজিব ৫টি উইকেট লাভ করে। জবাবে পিকে ইউনিয়ন ক্লাব ব্যাট করতে নেমে ৩৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮২ রান করে। দলের রানা সর্বোচ্চ ১২ রান করে। প্রতিপক্ষের সোহলে, নোমান ও অনি ২টি করে উইকেট লাভ করে। ফলে টাউন স্পোর্টিং ক্লাব ৭৫ রানে জয়লাভ করে। আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় টাউন স্পোর্টিং ক্লাবের আওসাফুর রহমান সোহেল। শনিবার এরিয়ান্স ক্লাব বনাম সুলতানপুর ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি