ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতবাসীকে অভিনন্দন জানান সাতক্ষীরা জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সমাজসেবক রোটারিয়ান মেডিসিন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ।
খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, সনাতন ধর্মীয় যুব সংঘের সাধারণ সম্পাদক রনজিত ঘোষ এবং সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মধুসূদন মন্ডল।
বাংলাদেশের অকৃত্রিম ও পরিক্ষীত বন্ধু ভারতের জনগণকে এসময় সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী ইন্দের জিত সাগর এসময় সাতক্ষীরাবাসীকে ধন্যবাদ জানান। উল্লেখ্য বাংলাদেশ-ভারত মৈত্রী বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত। প্রেস বিজ্ঞপ্তি