অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সফিউল্লাহ ও জিআর ওয়ারেন্টভুক্ত ১জন আসামীসহ মোট ২জন কে গ্রেফফতার করা হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। দেবহাটা থানা পুলিশ সূত্র মতে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ২৭ শে জানুয়ারী, ২৩ ইং এসআই শেখ মোঃ গোলাম আজম ও এসআই শোভন দাশ সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার সখিপুর এলাকা থেকে সখিপুর গ্রামের আঃ রাজ্জাক গাজীর ছেলে শফিউল্লাহ গাজী (৩৯) কে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। এ বিষয়ে দেবহাটা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এএসআই শামীম হোসেন জিআর-৭৭/১০(সাতঃ) এর ওয়ারেন্টভূক্ত আসামী গরানবাড়িয়া গাজীরহাট গ্রামের মৃত সিরাজ আলী গাজী ছেলে আঃ রাজ্জাক আলী গাজী (২৫) কে আটক করেন।