অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি আলিপুর ইউনিয়ন শাখা কমিটির আয়োজনে আলিপুর, ভোমরা ও কুলিয়া ইউনিয়নের গ্রাম ডাক্তারদের নিয়ে প্রাথমিক চিকিৎসার মনোন্নয়নের লক্ষ্যে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় ওরিয়ন ফার্মা লিঃ এর সহযোগিতায় মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
আলিপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অহিদুজ্জামানের সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ও প্রশিক্ষন প্রদান করেন ওরিয়ন ফার্মার রিজিওনাল সেলস্ ম্যানেজার সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওরিয়ন ফার্মার এরিয়া ম্যানেজার মিজানুর রহমান ও মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম. আব্দুর রকিব আল মেহেদী। এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন শাখার সভাপতি নাছিরউদ্দীন, কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি শোকর আলী, সাধারন সম্পাদক আবীর হোসেন লিয়ন ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ বাশার, আলিপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি ও আকতারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক গোপাল বিশ^াস প্রমুখ।