আলতাফ হোসেন বাবু : কবি ও আবৃত্তিশিল্পী মন্ময় মনির রচিত কাব্যগ্রন্থ ‘ঝিঁঝি ডাকা অরণ্যে’ এর প্রকাশনা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। কবিতা পরিষদ সাতক্ষীরার আয়োজনে ২৮ জানুয়ারি বিকাল ৪টায় শহরের শহিদ নাজমুল সরণিস্থ ম্যানগ্রোভ সভাঘরে ‘ঝিঁঝি ডাকা অরণ্যে’ এর প্রকাশনা উৎসবের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুভূতি প্রকাশ, আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। কবিতা পরিষদ সাতক্ষীরার প্রধান উপদেষ্টা কবি শুভ্র আহমেদ’র সভাপতিত্বে ও উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সাবেক জেলা শিক্ষা অফিসার লেখক কিশোরী মোহন সরকার।
অনুভূতি প্রকাশ করেন কবি ও আবৃত্তিশিল্পী মন্ময় মনির। কাব্যগ্রন্থের উপর আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা কবি হাবিবুল বাশার, কবি স ম তুহিন, কবি আমিনুর রশিদ, কবি গুলশান আরা, প্রভাষক শহীদুল ইসলাম এবং ছড়াকার আহমেদ সাব্বির। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মন্ডলির সদস্য দিলীপ কুমার দিব্যানন্দ।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি শেখ ফারুখ হোসেন, কবি ফাতেহ্ মনির, রাইন চৌধুরী, আফিয়া নাওয়ার আনিশা, বিশ্বাস আবুল কালাম, মাহথির রহমান, শিরিন সাদি, মারজান সানা মিল্টন, ফাহরিয়া প্রমুখ।
কবি ও আবৃত্তিশিল্পী মন্ময় মনির রচিত কাব্যগ্রন্থ ‘ঝিঁঝি ডাকা অরণ্যে’ এর প্রকাশনা উৎসবে বক্তারা বলেন কবি মন্ময় মনির রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ঝিঁঝি ডাকা অরণ্যে’ ৪৪টি কবিতা রয়েছে। তার লেখায় জাতীয়তাবাদি, দেশপ্রেম, প্রকৃতি প্রেম সহ সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্য, সাতক্ষীরার গুণি ব্যক্তিত্ব কবি সিকান্দার আবু জাফর, বিশিষ্ট কণ্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিন, ক্রীড়া ব্যক্তিত্ব সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমানসহ জেলার গুণিব্যক্তিদের কথা ফুটিয়ে তোলা হয়েছে।