শেখ মনিরুল ইসলাম : দি ন্যাশনাল এ্যাসোসিয়েশন অব এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর আয়োজনে গত ২৭ ও ২৮ জানুয়ারী কক্সবাজারের হোটেল সী প্রিন্সেস ৪৭ তম ন্যাশনাল কনভেনশনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে “সেবা ও সৌহার্দ্যের স্বীকৃতি স্বরুপ এপেক্স ক্লাব অব সাতক্ষীরার (ইউসি) প্রেসিডেন্ট এপে অতুল কুমার ঘোষকে বর্ষসেরা এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে ন্যাশনাল প্রেসিডেন্ট এপে রুহুল মইন চৌধূরী ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে আব্দুল মতিন শিকদারের নিকট থেকে তিনি এ্যাওয়ার্ড গ্রহণ করেন।