বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : বর্তমান ভোজ্য তেল সংকট নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো তেল চাষের স¤প্রসারনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ ও দেবহাটা উপজেলায় নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশন ( এন জি এফ) তৈল ফসল হিসেবে সরিষা চাষের জন্য কৃষককে উদ্ভুদ্ধ করে।
পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর আর্থিক সহযোগিতায় ৭৬ জন কৃষকের মাঝে বীজ, সার, ছত্রাকনাশক, বালাইনাশক ও নগদ অর্থ সহায়তা প্রদান করে এন.জি.এফ। লবনাক্ততা সহনশীল জাত হিসেবে বিনা সরিষা ৪ ও বিনাসরিষা ৯ চাষ করানো হয় এবং উচ্চ ফলনশীল জাত হিসেবে বারি সরিষা ১৪ ও বারি সরিষা ১৮ এর বীজ প্রদান করেন প্রতিষ্ঠানটি। উপকরণ সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় কৃষি প্রশিক্ষন প্রদান করা হয়। বর্তমানে ৪৫৭৯ শতাংশ সরিষা ৫ টি ক্লাস্টারে চাষ হয়েছে।
নলতার কৃষক মোঃ কবীর হোসেন জানান যে নতুন জাতের এই সরিষার উৎপাদনের পরিমান বেশি এবং আগামীতে তারা এই সরিষা আরও বড় আকারে চাষ করবেন। এনজিএফ এর কৃষি কর্মকর্তা মোঃ শামিউল আলিম বলেন কালীগঞ্জ ও দেবহাটা উপজেলায় নতুন জাতের সরিষা ব্যাপক সাড়া ফেলেছে ,আশা করছি আগামী বছর কৃষকরা বড় পরিসরে সরিষা চাষ করবে।