কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা সহ উপজেলা মানব পাচার কমিটির অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ আজহার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা ওসি (তদন্ত) এবাদ আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, নলতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রিড়া প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান, সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আব্দুল্লাহ হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজাউল ইসলাম কাগোসি, অগ্রগতি সংস্থার তৈবুর রহমান, বাংলাদেশ বর্ডার গার্ড খড়মী ক্যাম্পের নায়েক সুবিধার নায়েক সুজাউল ইসলাম, সাতহালিয়া ক্যাম্পের নায়ক সুবিধার মোঃ তোফায়েল, নায়েক সুবিধার বন্দে আলী, নায়েক সুবিধার আব্দুল জব্বার, উপজেলা তথ্য আপা মিনারা পারভীন প্রমূখ। সভায় আইন শৃঙ্খলা উন্নয়নে ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা সহ মাদক, সন্ত্রাস, ইভটিজিং,সহ বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে আন্তরিক হয়ে একসাথে কাজ করার আহŸান জানানো হয়।