সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দেবহাটা প্রেসক্লাবের সভা স্থগিত ও শূণ্যপদে ভোট ৯ ফেব্রুয়ারি

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ৩০, ২০২৩ ১২:৩৩ পূর্বাহ্ণ

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভাটিতে সাংবাদিকদের কল্যাণ তহবিল গঠন, নিয়মিত মাসিক চাঁদা আদায়, বরাদ্দকৃত প্রকল্পের সুষ্ঠ বাস্তবায়ন, উন্নয়ন পরিকল্পনা সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়।

তাছাড়া স্থগিত ও শূণ্যপদ তিনটিতে আগামি ৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। ঘোষিত তফশিল মোতাবেক শূণ্য দুটি পদ দপ্তর সম্পাদক ও অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতায় অংশগ্রহনেচ্ছরা ১-৪ ফেব্রুয়ারি অফিস চলাকালিন সময়ে নির্ধারিত ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ৫ ফেব্রæয়ারি দুপুরের মধ্যে মনোনয়নপত্র দাখিল, বিকেলে প্রত্যাহার ও যাচাই বাছাই সম্পন্ন শেষে ৯ ফেব্রæয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া স্থগিত সাংগঠনিক সম্পাদক পদের পুনঃনির্বাচনে পূর্বের দুই প্রার্থী কবির হোসেন ও সুমন পারভেজ বাবু প্রদিদ্বন্দিতা করবেন। সভাপতি ও সম্পাদক নির্বাচনের সার্বিক বিষয়াদি পর্যবেক্ষণের দায়িত্বে থাকলেও, নির্বাচন পরিচালনার জন্য প্রেসক্লাবের পূর্ববর্তী দুই সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু এবং সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেয়া হয়।

পাশাপাশি সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় গঠণতন্ত্রের ১১ এর খ, গ ও ঘ ধারা মোতাবেক কেএম রেজাউল করিমকে দেবহাটা প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আব্দুর রব লিটু, সাবেক আহŸায়ক আজিজুল হক আরিফ, সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ, আবু হুরাইরা, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী কবির হোসেন, বিদায়ি অর্থ সম্পাদক আরাফাত হোসেন লিটন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এমএ মামুন, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, রুহুল আমিন, সদস্য সুজন ঘোষ, দিপঙ্কর বিশ^াস, এসকে অভি, এসএম নাসির উদ্দীন সহ সকল সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত