সকাল ডেস্ক : সাতক্ষীরায় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয় সাতক্ষীরাতে এসআই (নিরস্ত্র) পদ হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ২ জন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আতিকুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।